Search
Close this search box.
Search
Close this search box.

২০১৬ সালের মধ্যে থ্রিজিকে ছাড়িয়ে যাবে ফোরজি

২৮ সেপ্টেম্বর ২০১৩:

২০১৬ সালের মধ্যে তথ্য আদান-প্রদানের হারে থ্রিজিকে ছাড়িয়ে যাবে ফোরজি সেলফোন নেটওয়ার্ক। বাজার গবেষণা প্রতিষ্ঠান এবিআই রিসার্চের এক জরিপে জানানো হয়, ২০১৮ সালের মধ্যে সারা বিশ্বের তথ্য আদান-প্রদানের দুই-তৃতীয়াংশই হবে ফোরজি নেটওয়ার্কের মাধ্যমে। খবর বিজনেস টেকের।

chardike-ad

purple-4g-logo-1024x635চলতি বছরের দ্বিতীয় প্রান্তিক (এপ্রিল-জুন) পর্যন্ত বিশ্বের মোট সেলফোন নেটওয়ার্কের মাত্র ২ দশমিক ৯ শতাংশ ছিল ফোরজি। এবিআই জানায়, চলতি বছর শেষে সেলফোন নেটওয়ার্কে আদান-প্রদান করা তথ্যের ২০ শতাংশ হবে ফোরজির মাধ্যমে। তবে প্রতি বছর এ তথ্য আদান-প্রদান করার হার ৮২ দশমিক ২ শতাংশ করে বাড়তে থাকবে। এ চক্রবৃদ্ধি ধারা অব্যাহত থাকবে ২০১৮ সাল পর্যন্ত।

এবিআইয়ের মতে, ফোরজির অব্যাহত সম্প্রসারণে কাজ করছে টেলিকম অপারেটর ও মোবাইল ডিভাইস নির্মাতা কোম্পানিগুলো। বিশ্বের বিভিন্ন দেশে ফোরজি এলটিই (লং টার্ম ইভোলুশন) নেটওয়ার্ক চালু করার কাজ চালাচ্ছেন অপারেটররা। শীর্ষস্থানীয় প্রযুক্তি কোম্পানিগুলোও তাদের ডিভাইসগুলোকে ফোরজি নেটওয়ার্কে চলার উপযোগী করেই বানাচ্ছে।

এবিআইয়ের গবেষণা সহযোগী ইং ক্যাং তান বলেন, এ দুই ধারা একত্রে কাজ করে ভিডিও স্ট্রিমিংয়ের মতো সেবার গ্রাহক তৈরি করছে। এরই মধ্যে ভেরাইজন দেখতে পেয়েছে চলতি বছরের প্রথমার্ধে তাদের নেটওয়ার্কের ৫০ শতাংশ ক্ষমতাই ব্যয় হয়েছে ভিডিও স্ট্রিমিংয়ের পেছনে। ২০১৮ সালের মধ্যে চক্রবৃদ্ধি হারে বার্ষিক ৬০ দশমিক ৬ শতাংশ করে বাড়বে ভিডিও দেখার হার। সব মিলিয়ে ভিডিও দেখার পেছনে ব্যয় হবে ১০০ এক্সাবাইটেরও বেশি ডাটা। গবেষণা প্রতিষ্ঠানটি আরো জানায়, ইন্টারনেট ব্রাউজিংও একই সময় বছরে ২৭ শতাংশ হারে বাড়তে থাকবে। সূত্রঃ বণিকবার্তা