Search
Close this search box.
Search
Close this search box.

ভারতে বিমানবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

india-forceঅরুণাচল প্রদেশের তাওয়াংয়ে ভারতীয় বিমানবাহিনীর এক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে ওই হেলিকপ্টারে থাকা সাত আরোহীর সবাই প্রাণ হারিয়েছেন।

শুক্রবার সকালে খিরমু থেকে তাওয়াং যাওয়ার পথে এমআই-১৭ ভি৫ কপ্টারটি বিধ্বস্ত হয়।

chardike-ad

বিমানবাহিনীর বরাত দিয়ে এনডিটিভি অনলাইন জানিয়েছে, এয়ার মেনটেন্যান্স মিশনে বের হওয়া ওই হেলিকপ্টারে রেশন ও কেরোসিন আনা হচ্ছিল। স্থানীয় সময় সকার ৬টায় এটি ইয়াংচি এলাকায় ১৭ হাজার ফুট ওপরে থাকা অবস্থায় বিধ্বস্ত হয়। কপ্টারে চালক ও সহকারী চালক ছাড়াও সেনা ও বিমানবাহিনীর পাঁচ কর্মী ছিলেন। এদের কেউই বেঁচে নেই। ঘটনাটি তদন্তের নির্দেশ দিয়েছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

এর আগে ২০১৩ সালের জুনে উত্তরাখন্ডে বন্যার সময় উদ্ধার অভিযান পরিচালনার সময় একটি এমআই-১৭ ভি৫ বিধ্বস্ত হয়। ওই ঘটনায় ২০ জন নিহত হয়।