Search
Close this search box.
Search
Close this search box.

চার বছরের মধ্যে স্মার্টওয়াচ বিক্রি ১০ কোটি ছাড়াবে

২৯ সেপ্টেম্বর ২০১৩:

আগামী চার বছরে স্মার্টওয়াচ বিক্রি ১০ কোটি ইউনিট ছাড়িয়ে যাবে। বিশ্লেষকদের মতে, আগামীতে স্মার্টফোনের জায়গা নিতে পারে এ প্রযুক্তি পণ্য। গ্যালাক্সির মতো কোম্পানিগুলো তাদের স্মার্টওয়াচের মাধ্যমে আগামী সময়গুলোয় ব্যাপক ব্যবসা করবে। সম্প্রতি বাজার গবেষণা প্রতিষ্ঠান নেক্সট মার্কেট ইনসাইট তাদের এক প্রতিবেদনে এ পূর্বাভাস দেয়। খবর ইয়াহুর।

chardike-ad

watch_2513401bসাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচিত প্রযুক্তিপণ্যগুলোর মধ্যে স্মার্টওয়াচ অন্যতম। দক্ষিণ কোরিয়ান ইলেকট্রিনক পণ্য নির্মাতা স্যামসাং এরই মধ্যে তাদের স্মার্টওয়াচ গ্যালাক্সি গিয়ার বাজারে ছেড়েছে। এছাড়া আরো অনেক প্রযুক্তি কোম্পানি পণ্যটি তৈরির চেষ্টা করে আসছে। আগামী সময়গুলোয় স্মার্টওয়াচই কোম্পানিগুলোর প্রতিযোগিতা নির্ধারণ করবে বলে মনে করছেন বিশ্লেষকরা। প্রতিবেদনে নেক্সট মার্কেট ইনসাইট জানায়, আগামী চার বছরে বিশ্বজুড়ে স্মার্টওয়াচ বিক্রি ১০ কোটি ছাড়াবে। ২০১৫ সালের মধ্যে এর পরিমাণ ১ কোটি ৫০ লাখ ছাড়াবে। এদিকে ২০২০ সালের মধ্যে বিশ্বজুড়ে স্মার্টওয়াচ বিক্রির পরিমাণ ৩৭ কোটি ৩০ লাখ ছাড়াবে বলেও পূর্বাভাসে জানায় বাজার গবেষণা প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠানটির প্রধান গবেষক মিকায়েল ওলফ বলেন, আগামী সময়ে স্মার্টওয়াচই প্রযুক্তি কোম্পানিগুলোর প্রতিযোগিতা নির্ধারণ করবে। বহুমুখী ব্যবহারের কারণে গ্রাহকদের কাছে স্মার্টওয়াচের চাহিদা অনেক বাড়বে। এরই মধ্যে গ্যালাক্সি গিয়ার সম্পর্কে গ্রাহকদের আগ্রহে চরমে পৌঁছেছে। সামনের দিনগুলোয় স্মার্টফোন ও ট্যাবলেটকে বাজারে টিকে থাকতে হলে স্মার্টওয়াচের সঙ্গে টেক্কা দিতে হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। স্মার্টফোনের চাহিদা কমতে থাকলে নির্মাতারা স্বভাবতই স্মার্টওয়াচের উত্পাদন বাড়িয়ে দেবে। এক্ষেত্রে স্মার্টওয়াচের বিক্রি অনেক গুণ বৃদ্ধি পাবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

নেক্সট মার্কেট ইনসাইট প্রতিবেদনে আরো জানায়, আগামীতে স্মার্টওয়াচ যেকোনো প্রযুক্তিপণ্যকে টেক্কা দিতে সক্ষম হবে। সেক্ষেত্রে নির্মাতা কোম্পানিগুলোকে তাদের পরিকল্পনায়ও অনেক ধরনের পরিবর্তন আনতে হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে বাজার গবেষণা প্রতিষ্ঠানটি। সূত্রঃ বণিকবার্তা