Search
Close this search box.
Search
Close this search box.

গুগল লোকাল গাইডস সম্মেলনে ছয় বাংলাদেশি

google-local-guide-summit১০-১২ অক্টোবর, তিন দিনব্যাপী মাউন্টেন ভিউ, ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত হবে গুগল লোকাল গাইডস সামিট ২০১৭। গুগল লোকাল গাইড হল সারা বিশ্বে যারা গুগল ম্যাপের উন্নয়ন এবং স্থানীয় কন্টেন্ট প্রদান, পর্যালোচনা এবং প্রতিক্রিয়া প্রদান করে।

প্রতিবছর গুগল লোকাল গাইডস সামিটে অংশগ্রহণের জন্য সারা বিশ্ব থেকে শীর্ষ লোকাল গাইডসদের নির্বাচন করে থাকে। এ বছর গুগল সারা বিশ্ব থেকে ১৫০ জনকে নির্বাচিত করেছে।

chardike-ad

এই বছর বাংলাদেশ থেকে ছয় জনকে নির্বাচিত করেছে ‍গুগল। তারা হচ্ছেন- ময়মনসিংহ লোকাল গাইডসের পাভেল সারওয়ার, দিনাজপুর লোকাল গাইডস এর সুমাইয়া জাফরিন চৌধুরী, ঢাকা লোকাল গাইডস এর মুহিবুর রহমান এবং বাংলাদেশ লোকাল গাইডস এর মাহাবুব হাসান, সোনিয়া বিনতে খোরশেদ ও ফারহানা রোপা।

এই ছয় জনের মধ্য থেকে ভিসা না হওয়ায় ৩ জন যোগ দিতে পারছেন না। যারা যোগ দিচ্ছেন তারা হলেন পাভেল সারওয়ার, মাহাবুব হাসান এবং সোনিয়া বিনতে খোরশেদ।