Search
Close this search box.
Search
Close this search box.

ফেসবুক ডাউন

facebook-downবিশ্বজুড়ে হঠাৎ ডাউন হয়ে পড়েছে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ইউরোপসহ বিভিন্ন দেশে ব্যবহারকারীরা ফেসবুক নিয়ে সমস্যায় পড়েছেন। অনেক জায়গায় ফেসবুক খুলছে না। কোথাও কোথাও একাউন্ট খোলা গেলেও সেখানে পোষ্ট দেওয়া যাচ্ছে না। শেযারিং হচ্ছে না। খবর ম্যাশেবল ও ডেইলি সানের।

বাংলাদেশেও ব্যবহারকারীরা ফেসবুক নিয়ে সমস্যায় পড়েন। রাত ১০টার দিকে এ সমস্যা দেখা দেখা। প্রায় সাড়ে ১০টা পর্যন্ত সমস্যা চলে। এ সময়ে ফেসবুকের অ্যাপও কাজ করেনি। ফেসবুক একাউন্ট খোলা যায়নি। আবার খোলা গেলেও পোষ্ট ও শেয়ারিং ছিল বন্ধ।

chardike-ad

খবরে প্রকাশ, যুক্তরাজ্যে স্থানীয় সময় বিকাল ৪টার দিকে (বাংলাদেশ সময় রাত ১০টা) ফেসবুকে সমস্যা দেখা দেয়। একই সময়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপের অনেক দেশে সমস্যার কবলে পড়েন ফেসবুকের ব্যবহারকারীরা। অনেক জায়গায় ফেসবুকের পুরো ব্ল্যাকআউট হয়ে যায়, অর্থাৎ এড্রেসবারে ঠিকানা লেখার পর কিছুই আসছিল না। অনেক জায়গায় এটি খুললেও লাইক, পোষ্ট ও শেয়ারিং হচ্ছিল না ঠিক মতো।