Search
Close this search box.
Search
Close this search box.

জাপানে বাংলাদেশের শিল্প-সংস্কৃতির প্রদর্শনী

bangladesh-japanবাংলাদেশের শিল্প–সংস্কৃতি ও ঐতিহ্য, সৌন্দর্য, পর্যটন ও সম্ভাবনা জাপানিদের কাছে তুলে ধরার প্রয়াসে আয়োজন করা হয় এক অনাড়ম্বর অনুষ্ঠানের। টোকিওস্থ বাংলাদেশ দূতাবাস তাদের বঙ্গবন্ধু অডিটোরিয়ামে মঙ্গলবার এই অনুষ্ঠানের আয়োজন করে। জাপানের বিশিষ্ট নাগরিক সংগঠন ‘মিতসুকুশি’র সদস্যরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। বুধবার জাপানস্থ বাংলাদেশ দূতাবাসের দ্বিতীয় সচিব (প্রেস) মুহা. শিপলু জামান এই তথ্য জানিয়েছেন।

তিনি জানান, অনুষ্ঠানে জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাব ফাতিমা অতিথিদের শুভেচ্ছা ও স্বাগতম জানান। পরে রাষ্ট্রদূত বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য ও সম্ভাবনা নিয়ে পাওয়ার পয়েন্টে একটি বিশদ প্রেজেন্টেশন করেন। তিনি মিতসুকুশির সদস্যদের বাংলাদেশে ভ্রমণ ও বিনিয়োগের আহ্বান জানান। পরে বাংলাদেশের বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার দিয়ে রাষ্ট্রদূত তাদের আপ্যায়ন করেন।

chardike-ad

এ ছাড়া বাংলাদেশের পাটজাত ও নকশী কাঁথার আকর্ষণীয় দ্রব্যাদি প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশের ঐতিহ্যবাহী মেহেদী দিয়ে জাপানি নারীদের হাত রাঙানোরও ব্যবস্থা করা হয়।

বাংলাদেশের শিল্প–সংস্কৃতি ও ঐতিহ্যে জাপানিরা খুবই অভিভূত হন এবং তারা এ রকম আয়োজন আরো বেশি বেশি করার অনুরোধ করেন।