samsung-bixbyঅ্যামাজন ও গুগলের সঙ্গে পাল্লা দিতে স্যামসাং তাদের দ্বিতীয় প্রজন্মের ভয়েস অ্যাসিস্ট্যান্ট বিক্সবি বাজারে আনতে যাচ্ছে। স্যান ফ্রান্সিসকোর ডেভেলপার কনফারেন্সে বিক্সবি ২.০ এর উন্মোচন করা হয়। নতুন আপডেটের ফলে ভয়েস অ্যাসিস্ট্যান্টটি এখন স্মার্ট টিভি ও ফ্রিজেও যুক্ত করা যাবে এবং ভিন্ন ভিন্ন ব্যবহারকারীকে এটি সহজেই চিনে নেবে।

বিক্সবি সর্বপ্রথম যুক্ত করা হয় স্যামসাংয়ের গ্যালাক্সি এস৮ এ। বাজারে আসার পর থেকেই এতে সমস্যা দেখা দিতে শুরু করে। তাই প্রথম সংস্করণের বছর না পেরোতেই দ্বিতীয় সংস্করণটি উন্মোচন করা হলো।

chardike-ad

কবে নাগাদ এই ভয়েস অ্যাসিস্ট্যান্টটি বাজার আসবে সে বিষয়ে কিছু জানা যায়নি। তবে থার্ড পার্টি ডেভেলপারদের জন্য বিক্সবির বেটা সংস্করণ উন্মুক্ত করবে স্যামসাং।

বিক্সবি ফিচার গুগল অ্যাসিস্ট্যান্ট বা অ্যাপলের সিরির মতোই কাজ করবে। ভয়েস কমান্ডের সাহায্যে কাজ করবে। বিক্সবি শুধু ইংরেজি এবং কোরিয়ান ভাষা বুঝতে সক্ষম। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টটি দিয়ে আবহাওয়ার খবর, বার্তা পাঠানোসহ বেশকিছু কাজ করা যায়।

সূত্র: বিবিসি, সৌজন্যে: টেকশহর