যে সকল যাত্রী বিজনেস বা ফার্স্ট ক্লাশে সফর করবেন তাঁদের ভিসার পাশাপাশি দুবাই জে ডব্লু মেরিয়ট মারকুস হোটেলে দু’ রাত ফ্রী থাকার সুযোগও পাবেন। যেসব যাত্রীরা ০৮ অক্টোবর হতে ২২ অক্টোবর ২০১৭ পর্যন্ত টিকেট বুকিং দিয়েছেন এবং যারা ১৫ অক্টোবর থেকে ৩০ নভেম্বর ২০১৭ এর মধ্যে সফর করবেন তারা এ সুযোগের আওতায় থাকবেন।
এদিকে আমিরাতে অবসহানরত হাজার হাজার প্রবাসী এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে এটাকে বন্ধ থাকা ভিসা খোলার ইতিবাচক দিক মনে করছেন।