
ছবি: সংগৃহীত
সংযুক্ত আরব আমিরাতে লটারিতে ভাগ্য খুলে গেছে বাংলাদেশি প্রবাসী মোহাম্মদ রুবেলের। ৩৫ বছর বয়সী রুবেল জিতে নিয়েছেন বিগ টিকেট লটারির জনপ্রিয় ‘ড্রিম কার’—বিলাসবহুল মাসেরাতি গ্রেকালে।
গাড়িটির বাজারমূল্য প্রায় ৪ লাখ ৭৯ হাজার দিরহাম, যা বাংলাদেশি মুদ্রায় আনুমানিক দেড় কোটি টাকার বেশি। গালফ নিউজ জানায়, বিগ টিকেটের ড্র সিরিজ–২৮১–এ এসেছে রুবেলের নাম। তিনি গত ১২ বছর ধরে তার ১২ জন বন্ধুর সঙ্গে যৌথভাবে টিকিট কিনে আসছিলেন এবং এবারই প্রথম তাদের ভাগ্য খুলে গেল।
রুবেল প্রথমে বিশ্বাসই করতে পারেননি, পরে পরিবার ও বন্ধুদের অভিনন্দন বার্তা আসার পর নিশ্চিত হন যে তিনি সত্যিই মাসেরাতির মালিক হয়েছেন। আবেগঘন কণ্ঠে তিনি বলেন, “১২ বছর ধরে চেষ্টা করেছি। অবশেষে এমন একটি পুরস্কার পেয়েছি, ভাষায় বোঝানো সম্ভব না।”
তবে রুবেল ব্যক্তিগত ব্যবহারের জন্য গাড়িটি রাখবেন না। তিনি জানিয়েছেন, গাড়িটি বিক্রি করে যে টাকা পাবেন তা ১৩ সদস্যের গ্রুপের মধ্যে সমানভাবে ভাগ করে দেবেন। তিনি বলেন, “আমরা সবাই মিলে টিকিট কিনি, তাই আনন্দটাও সবাই ভাগাভাগি করব।”
এত বড় পুরস্কার জেতার পর রুবেলের বিশ্বাস আরও বেড়েছে। তিনি বলেন, “একটি সিদ্ধান্ত জীবনে বড় পরিবর্তন আনতে পারে। ভবিষ্যতেও আমি বিগ টিকেট কিনে যেতে চাই এবং অন্যদেরও উৎসাহ দিই।”










































