Search
Close this search box.
Search
Close this search box.

ছুটিতে যাওয়া কর্মকর্তাদের থেকে কিস্তি নেবে না হুন্দাই

৬ অক্টোবর ২০১৩:

যুক্তরাষ্ট্রে বাজেট নিয়ে দুই পক্ষের মতানৈক্যের জেরে গত মঙ্গলবার থেকে বেশ কয়েকটি সরকারি প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ করে দিয়েছে ওবামা প্রশাসন। এতে মাসের প্রথম দিন থেকেই বিনা বেতনে ছুটিতে যেতে বাধ্য হয়েছেন দেশটির সাত লাখেরও বেশি কর্মী। এ কর্মীদের কিছুটা সহায়তা করতে এগিয়ে এসেছে দক্ষিণ কোরীয় গাড়ি নির্মাতা কোম্পানি হুন্দাই। তাদের গাড়ি কিনেছেন এমন কর্মীদের সবেতনে কাজে ফেরার আগ পর্যন্ত কিস্তি দিতে হবে না। এছাড়া যারা গাড়ি কিনতে চান, তাদের কাছ থেকে প্রথম ৯০ দিন কোনো অর্থ না নেয়ার ঘোষণা দিয়েছে কোম্পানিটি। খবর বিবিসির।

chardike-ad

hyundai-logoএক বিবৃতিতে হুন্দাই মোটরস আমেরিকার প্রধান নির্বাহী জন ক্রাফকিক বলেন, ‘সাময়িকভাবে কাজ হারানো ফেডারেল কর্মীদের পারিবারিক আর্থিক অবস্থা আমরা বুঝতে পারছি। আমরা তাদের পাশে আছি। হুন্দাইয়ের কাছ থেকে যারা ঋণ নিয়ে গাড়ি কিনেছেন, কাজে ফেরার আগ পর্যন্ত তাদের কোনো ধরনের অর্থ পরিশোধ করতে হবে না।’

এছাড়া সরকারের বিভিন্ন এজেন্সির এ কর্মীদের মধ্যে যারা হুন্দাইয়ের গাড়ি কিনতে আগ্রহী ছিলেন, তাদের কাছে গাড়ি বিক্রি করে অর্থ আদায় শুরু করার জন্য ৯০ দিন পর্যন্ত অপেক্ষা করার কথাও জানান তিনি। চার বছর আগে বৈশ্বিক আর্থিক সংকটের চরম সময়েও হুন্দাই অ্যাসিওরেন্স প্রোগ্রাম নামে এ ধরনের একটি কর্মসূচি নিয়েছিল কোম্পানিটি। মন্দায় কাজ হারানো ভোক্তাদের আর্থিক সমর্থন দিয়েছিল তারা। বিশ্লেষকদের অনেকেই মনে করছেন, দুঃসময়ে ভোক্তাদের পাশে থাকার মাধ্যমে যুক্তরাষ্ট্রের বাজারে দক্ষিণ কোরীয় কোম্পানিটি আরো ক্রেতা আনুগত্য পেয়েছে। সাম্প্রতিক বছরগুলোয় তাদের বিক্রিও বেড়েছে অনেক।

বিবৃতিতে ক্রাফিকও বলেছেন, ‘যখন খুব প্রয়োজন এমন সময়েই ক্রেতা-ভোক্তাদের সাহায্য করতে চাই আমরা। চার বছর আগে যেমনটি করেছিলাম। আমরা ক্রেতাদের বলতে চাই, অনিশ্চিত এ সময়ে আমরা আপনাদের পাশে আছি।’ হুন্দাই ফিন্যান্স আমেরিকার কাছ থেকে ঋণ নিয়ে গাড়ি কিনেছেন বা কিনতে চাচ্ছেন ফেডারেল কর্মীদের সবাই নতুন এ কর্মসূচির সুবিধা পাবেন। সূত্রঃ বণিকবার্তা