Search
Close this search box.
Search
Close this search box.

দক্ষিণ কোরিয়ায় অ্যাপসের তালিকায় শীর্ষে ইউটিউব

কোরিয়ায় সবচেয়ে বেশি ব্যবহৃত অ্যাপসের তালিকায় সবার উপরে ইউটিউব। অ্যাপ বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান ওয়াইজ অ্যাপ (Wise App) সম্প্রতি স্মার্টফোন ব্যবহারকারীদের অ্যাপ ব্যবহারের উপর একটি পরিসংখ্যান প্রকাশ করেছে। প্রকাশিত তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বর মাসে এন্ড্রয়েড ব্যবহারকারীরা স্মার্টফোনে ২.৯৭ বিলিয়ন ঘন্টা ব্যয় করেছে। যা ৩৭.১২ মিলিয়ন এন্ড্রয়েড ব্যবহারকারী হিসেবে প্রত্যেক ব্যবহারকারীর প্রতিদিন ২ ঘন্টা ৪০ মিনিট ব্যয় করার সমান।

chardike-ad

এন্ড্রয়েড ব্যবহারকারীদের সবচেয়ে বেশি ব্যবহৃত অ্যাপ এর মধ্যে তালিকায় শীর্ষে রয়েছে ইউটিউব। গত বছর সেপ্টেম্বর মাসে ইউটিউবের মাসিক ব্যবহারের গড় ছিল  ৬.৭% যা এই বছরের সেপ্টেম্বর মাসে এসে দাঁড়ায় ১১.৫% এ। ইউটিউবের পরেই রয়েছে কোরিয়ান জায়ান্ট মেসেঞ্জার কাকাওটক (Kakaotalk) ১১.৩%, নেভার (Naver) ৭.৩%, স্যামসাং ইন্টারনেট ব্রাউজার (Samsung Internet Browser) ৪.৪% এবং ফেসবুক (Facebook) ৩.১%।

 

উল্লেখ্য, প্রতিষ্ঠানটি ২৩ হাজার স্মার্টফোন ব্যবহারকারীর ব্যবহৃত তথ্যের ভিত্তিতে এই পরিসংখ্যান প্রকাশ করে।