Search
Close this search box.
Search
Close this search box.

কোরিয়ায় তিনদিনব্যাপী বাংলা সাংস্কৃতিক অনুষ্ঠান আজ শুরু

অনলাইন প্রতিবেদক, ১১ অক্টোবর ২০১৩:

কোরিয়ার বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে আজ থেকে তিনদিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে। গান, সংগীত এবং নাচের মাধ্যমে কোরিয়াতে বাংলাদেশের সংস্কৃতিকে তুলে ধরাই হবে এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য। বাংলাদেশের শিল্পকলা একাডেমীর শিল্পীরাই মূলত এই সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোতে নাচ, গান এবং সংগীত পরিবেশন করবেন।

chardike-ad

অনুষ্ঠানসূচিঃ

শুক্রবার (১১ অক্টোবর)
স্থানঃ সুওন সেন্টার ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশন
সময়ঃ সন্ধ্যা ৬টা থেকে
যেসব বাসে আসা যাবেঃ ১০০৭-১, ২-৫, ৩০০৭, ৪০০০, ৬০, ৬৬০, ৭, ৭-২, ৭০০-২, ৭৭-১, ৮০, ৮ বাসে উমিন দোং ৪ দানজি (우만동4단지) অথবা ইয়নমু সাহোয়ে বুকজিগুয়ান (연무사회복지관) নেমে কয়েক মিনিটের পথ।
ঠিকানাঃ Suwon Center for International Cooperation
381-2, WorldCup-ro, Paldal-gu, Suwon, Gyeonggio-do.

শনিবার (১২ অক্টোবর)
স্থানঃ গুয়াম পার্ক
সময়ঃ বিকাল সাড়ে ৪টা থেকে
যেভাবে যাবেনঃ সাবওয়েতে ৫ নাম্বার লাইনের বালসান স্টেশন (발산역) নেমে মিনি সাটল বাস নিতে হবে। অথবা বাসে ৬৬০, ৬৬৩১, ৬৭৪২, ৬৭১২ তে করে তানসান এলিমেন্টারী স্কুলে নামতে হবে। তারপর হেটে ৫ মিনিটে গন্তব্যস্তলে পৌঁছাতে পারবেন।
ঠিকানাঃ Guam Park (The Main Stage for the Heo-Jun Festival)
1471, Gayang-dong, Gangseo-gu, Seoul.

রবিবার (১৩ অক্টোবর)
স্থানঃ ফ্লোটিং স্টেজ
সময়ঃ বিকাল ৪টা থেকে
যেভাবে যাবেনঃ ৫ নাম্বার লাইনের ইয়ইনারু স্টেশনের ২ নাম্বার এক্সিটে নেমে হাননদীর পাড়ে ফ্লৌটিং স্টেজে চলে আসতে পারবেন। নিচের ছবিতে আরো বিস্তারিত পাবেন।
ঠিকানাঃ  Floating Stage
84-1 Yeouido-dong, Yeongdeungpo-gu, Seoul.

info05