Search
Close this search box.
Search
Close this search box.

যুক্তরাজ্যের মাঝ আকাশে হেলিকপ্টার-বিমান সংঘর্ষে নিহত ৪

uk-biman-crashযুক্তরাজ্যের মাঝ আকাশে বিমান ও হেলিকপ্টারের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার স্থানীয় সময় বেলা ১২টার দিকে দেশটির বাকিংহামশায়ারের এলসবুরির কাছাকাছি এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পর ঐতিহাসিক ওয়াডেসডন ম্যানোরে বিমানের ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ে। খবর- বিবিসি।

এক পুলিশ কর্মকর্তার বরাত খবরে বলা হয়েছে, এই দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। ছোট আকারের ওই উড়োজাহাজ ও হেলিকপ্টারে দুজন করে ছিলেন।বিমান ও হেলিকপ্টারটি হাই উইকম্বের কাছের একটি এয়ারফিল্ড থেকে উড়েছিল।

chardike-ad

এদিকে ডেইলি মেইলের এক খবরে জানানো হয়েছে, কর্মী সংকটের কারণে ওই এয়ারফিল্ডের এয়ার কন্ট্রোল সে সময় সাময়িকভাবে বন্ধ ছিল। ফলে আকাশে থাকা বিমান বা হেলিকপ্টারের পাইলট কাউকেই আগে থেকে সতর্ক করা সম্ভব হয়নি।

মেইলের খবরে স্থানীয়দের বরাতে বলা হয়েছে, শুক্রবার দুপুরের দিকে হঠাৎ করে তারা বিকট শব্দ শুনতে পান। এর কিছু সময় পরেই গাছের উপর ধোঁয়ার দেখেন তারা।

দুর্ঘটনার খবর শুনে বিভিন্ন এলাকা থেকে পুলিশ, অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। কিন্তু তারা গিয়ে কাইকে জীবিত উদ্ধার করতে পারেননি।