Search
Close this search box.
Search
Close this search box.

বিশ্ব রেকর্ড গড়লেন কোহলি

kohliশ্রীলঙ্কার বিপক্ষে কলকাতায় প্রথম টেস্টে সেঞ্চুরির পর নাগপুরে দ্বিতীয় টেস্টেও সেঞ্চুরি করে আন্তর্জাতিক ক্রিকেটে অধিনায়ক হিসেবে এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি সেঞ্চুরির বিশ্ব রেকর্ড গড়েছেন কোহলি। এ বছর তিন সংস্করণ মিলিয়ে এটি তার দশম সেঞ্চুরি (টেস্টে ৪টি, ওয়ানডেতে ৬টি)।

কোহলি ছাড়িয়ে গেছেন রিকি পন্টিং ও গ্রায়েম স্মিথকে। ২০০৫ ও ২০০৬ সালে পন্টিং ও ২০০৬ সালে স্মিথ অধিনায়ক হিসেবে ৯টি সেঞ্চুরি হাঁকিয়েছিলেন।

chardike-ad

নাগপুর টেস্টের রোববার তৃতীয় দিনে সেঞ্চুরি তুলে নেন কোহলি। এটি তার ১৯তম টেস্ট সেঞ্চুরি। আন্তর্জাতিক ক্রিকেটে ৫১তম সেঞ্চুরি।

ভারতীয় অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি টেস্ট সেঞ্চুরির রেকর্ডও গড়েছেন কোহলি। অধিনায়ক হিসেবে এটি ১২তম টেস্ট সেঞ্চুরি। ভারতকে নেতৃত্ব দিয়ে ১১ সেঞ্চুরি করেছিলেন সুনীল গাভাস্কার।