Search
Close this search box.
Search
Close this search box.

মিস ইউনিভার্স জিতলো দক্ষিণ আফ্রিকার ডেমি

demiমিস ইউনিভার্স- ২০১৭ জিতলো দক্ষিণ আফ্রিকার মেয়ে ডেমি লেই নেল পিটার্স। রোববার রাতে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে জমকালো অনুষ্ঠানে এই সুন্দরীকে মুকুট পড়িয়ে দেন গতবারের বিজয়ী আইরিস মিটেনেয়ার।

প্রতিযোগীতায় প্রথম রানারআপ হয়েছেন কলম্বিয়ার লরা গোঞ্জালেস এবং দ্বিতীয় রানারআপ হয়েছেন জ্যামাইকার ড্যাভিনা বেনেট।

chardike-ad

২২ বছর বয়সী ডেমি ব্যবস্থাপনার ছাত্রী। পাশাপাশি তিনি আত্মরক্ষার প্রশিক্ষণ দিয়ে থাকেন। ডেমি ‘মিস সাউথ আফ্রিকা’ হওয়ার এক মাস পরই অপহৃত হয়েছিলেন। কিন্তু পিস্তলের সামনে মাথা নত করেননি তিনি। আত্মবিশ্বাসই তাকে মিস ইউনিভার্সের মঞ্চে নিয়ে এসেছে বলে উল্লেখ করেন এ সুন্দরী।

চূড়ান্ত অনুষ্ঠানে তার কাছে জানতে চাওয়া হয়, কর্মক্ষেত্রে মেয়েদেরকে সবচেয়ে কোনও বিষয় মুখোমুখি হতে হয়। চমৎকার উত্তরে ডেমি বলেন, ‌‌‘অনেক জায়গায় মেয়েরা একই পরিশ্রমে ছেলেদের তুলনায় ৭৫ শতাংশ পারিশ্রমিক পায়। আমি বিশ্বাস করি, এটি সঠিক নয়। নারী-পুরুষের সমঅধিকার অবশ্যই দরকার।’

দীর্ঘ প্রক্রিয়ার পর গত ২৬ নভেম্বর মিস ইউনিভার্সের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। এতে সর্বশেষ ১৩টি দেশ ছিল। সুন্দরীদের এই বৃহত্তম আসরে ৯১ জন প্রতিযোগীর সাথে লড়াই করে মিস ইউনিভার্স খেতাব জেতেন ডেমি।