Search
Close this search box.
Search
Close this search box.

তিন মুসলিম দেশে ২৬ হাজার মার্কিন সেনা মোতায়েন

যুদ্ধবিধ্বস্ত তিন মুসলিম দেশ আফগানিস্তান, ইরাক ও সিরিয়ায় প্রায় ২৬ হাজার মার্কিন সেনা মোতায়েন করা হয়েছে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে পাকিস্তান টুডে।

খবরে বলা হয়, বর্তমানে আফগানিস্তানে ১৫ হাজার ২৯৮ জন, ইরাকে ৮ হাজার ৮৯২ জন আর সিরিয়ায় ১ হাজার ৭২০ জন মার্কিন সেনা মোতায়েন রয়েছে। গত সপ্তাহে মার্কিন প্রতিরক্ষা জনশক্তি তথ্য কেন্দ্র থেকে তথ্যটি প্রকাশ করা হয়।

chardike-ad

প্রসঙ্গত, এ বছরের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন সরকারের প্রতিরক্ষামন্ত্রী জেমস মেথিস প্রতিরক্ষাখাতে স্বচ্ছতা আনতে অঙ্গীকার করেছিলেন। ধারনা করা হচ্ছে, এই তথ্য প্রকাশ তারই ধারাবাহিকতা।

এর আগে বারাক ওবামা সরকারের সময় পেন্টাগন শুধু ইরাকে ৫ হাজার ২৬২জন সেনা মোতায়েনের খবর জানিয়েছিল।