Search
Close this search box.
Search
Close this search box.

দক্ষিণ কোরিয়ার বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৯ হাজার কোটি ডলার

চলতি বছরের নভেম্বরে দক্ষিণ কোরিয়ার বৈদেশিক মুদ্রার রিজার্ভ রেকর্ড গড়েছে। গতকাল প্রকাশিত কেন্দ্রীয় ব্যাংকের উপাত্ত অনুসারে, গত মাসে দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ৩৮ হাজার ৭০০ কোটি ডলার (৩৮৭ বিলিয়ন ডলার)। খবর সিনহুয়া।

chardike-ad

নভেম্বরে দক্ষিণ কোরিয়ার বৈদেশিক রিজার্ভের পরিমাণ তিন মাসের মধ্যে সর্বোচ্চে দাঁড়ায়। ব্যাংক অব কোরিয়া (বিওকে) জানায়, গত মাসে রিজার্ভের পরিমাণ আগের মাসের তুলনায় ২৭৯ কোটি ডলার বেশি ছিল।

ডলারের মান কমলে ডলারবহির্ভূত সম্পদের মূল্য বৃদ্ধি পায়। দুর্বল ডলারের কারণে বিদেশী মুদ্রার বিপরীতে দেশটির সম্পদের মূল্য বেড়েছে। বিওকের তথ্যানুসারে, বিদেশী মুদ্রায় বিনিয়োগ থেকেও ভালো রিটার্ন পাওয়া গেছে।

উল্লেখ্য, গত মাসে ইউরোর মান ডলারের তুলনায় ১ দশমিক ৮০ শতাংশ বেড়ে যায়।

দক্ষিণ কোরিয়ার বৈদেশিক মুদ্রা সঞ্চিত রয়েছে সিকিউরিটিতে ৩৫ হাজার ৮৯২ কোটি ডলার, আমানত আকারে ১ হাজার ৮৬৩ কোটি ডলার, স্বর্ণে ৪৭৯ কোটি ডলার এবং স্পেশাল ড্রয়িং রাইটস আকারে আরো ৩২৮ কোটি ডলার। এছাড়া আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছে রয়েছে ১৬৩ কোটি ডলার।