Search
Close this search box.
Search
Close this search box.

বাংলাদেশের গার্মেন্টস শিল্পের প্রসারে হার্ভার্ডে আন্তর্জাতিক সেমিনার

Harvard‘বাংলাদেশের টেকসই পোশাক শিল্পের স্বচ্ছতায় মাল্টি স্টেকহোল্ডার সমন্বয় ও উদ্যোগ’ (Sustainable Apparel Sourcing – Multi-Stakeholder Collaboration Beyond Compliance and Transparency)শীর্ষক দিনব্যাপী এক আন্তর্জাতিক সেমিনার হচ্ছে বস্টনে। বিশ্বখ্যাত হার্ভার্ড ইউনিভার্সিটিতে আগামী শুক্রবার এ সেমিনারে যুক্তরাষ্ট্র, বাংলাদেশ, কানাডা, ইউরোপের আমদানীকারক, ইউএস ফ্যাশন ইন্ডাস্ট্রি এসোসিয়েশন, ইউএস স্টেট ডিপার্টমেন্ট, ইউএস লেবার ডিপার্টমেন্ট, বিশ্বব্যাংক, শ্রমিক সংগঠক, গবেষক এবং শিক্ষাবিদরা এতে অংশ নেবেন।

হোস্ট করবে হার্ভার্ড মেডিক্যাল স্কুলের সহায়তায় বস্টনভিত্তিক গবেষণামূলক সংস্থা ইন্টারন্যাশনাল সাসটেইনেবল ডেভেলপমেন্ট ইনিসিয়েটিভ (আইএসডিআই)।

chardike-ad

‘বাংলাদেশের গার্মেন্টস শিল্পের সামগ্রিক কল্যাণের পথ ত্বরাান্বিত করার অভিপ্রায়ে এটি হবে সর্ববৃহৎ একটি প্রয়াস’-দাবি হোস্ট সংগঠনের প্রধান ইকবাল ইউসুফের।

উল্লেখ্য, টানা চতুর্থ বছরের মত বাংলাদেশের পোশাক শিল্পের বাজার সম্প্রসারণের লক্ষ্যে বস্টনের হার্ভার্ডে এমন সেমিনার হচ্ছে। সেমিনারে গার্মেন্টস শ্রমিকদের স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়েও গবেষণামূলক আলোচনা হবে। ক্রেতাদের সন্তুষ্টির জন্য আরো ভালো মানের পোশাক বাজারজাতকরণে আমদানি কারকদেরকেও উদার হওয়ার সংঘবদ্ধ আহ্বান উচ্চারিত হবে এ সেমিনারে।