বুধবার । ডিসেম্বর ১৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আদালত ৮ জানুয়ারী ২০১৮, ১১:৩৬ পূর্বাহ্ন
শেয়ার

প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট দেয়ার অভিযোগে গ্রেফতার ১


arrestসামাজিক যোগাযোমাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগ নেতাদের নিয়ে আপত্তিকর পোস্ট দেয়ায় অভিযোগে নারায়ণঞ্জ থেকে নূর মোহাম্মদ নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। সে জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ।

রোববার দুপুরে তাকে গ্রেফতার করা হয়। গোয়েন্দা পুলিশ জানায়, নূর মোহাম্মদ সম্প্রতি তার ব্যক্তিগত ফেইসবুক অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পুত্র সজীব ওয়াজেদ জয়সহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ মন্ত্রীকে নয়ে আপত্তিকর পোস্ট দেন। বিষয়টি গোয়েন্দা পুলিশের নজরে আনা হলে তারা পর্যবেক্ষণের পর ঘটনার সত্যতা পান। পরে বন্দর থানার তথ্য প্রযুক্তি আইনে দায়ের করা একটি মামলায় রোববার দুপুরে তাকে গ্রেফতার করা হয়।