Search
Close this search box.
Search
Close this search box.

কোরিয়ায় বিয়ের গড় খরচ ৭৪ লাখ টাকা!

সিউল, ২৪ অক্টোবর ২০১৩:

কোরিয়ায় বিয়েতে বরকে খরচ করতে হয় গড়ে ৫৪ মিলিয়ন উওন এবং কনেকে খরচ করতে হয় প্রায় ৪৮ মিলিয়ন উওন। বর কনে উভয় মিলে এক বিয়েতে গড় প্রায় ১০২ মিলিয়ন উওন খরচ করে থাকে। টাকার হিসেবে যা প্রায় ৭৪ লাখ টাকা।

chardike-ad

couple_figurinesকোরিয়া কনজুমার এজেন্সীর একটি জরিপ থেকে এই তথ্য পাওয়া গেছে। সম্প্রতি বিয়ে করা এক হাজার দম্পতির উপর জরিপ চালায় এই প্রতিষ্ঠানটি।

কোরিয়ান রীতি অনুযায়ী বরকে বাড়ি বা এপার্টমেন্ট কিনতে হয়। সম্প্রতি এই রীতি থেকে সরে এসে অনেকেই এপার্টমেন্ট না কিনে কয়েক বছরের জন্য এপার্টমেন্ট লিজ (জনসে) নিয়ে থাকে। কোরিয়া কনজুমার এজেন্সীর জরিপে দেখা যায়, যারা এপার্টমেন্ট বা বাড়ি কিনেন তাদের এর পেছনে গড়ে ২৭২ মিলিয়ন উওন ব্যয় করতে হয়। অন্যদিকে যারা এপার্টমেন্ট লিজ নেন তাদের গড় খরচ করতে হয় ১৫৪ মিলিয়ন উওন।