Search
Close this search box.
Search
Close this search box.

ভারতে অটোরিকশার চেয়েও প্লেনভাড়া কম

air-indiaঅটোরিকশার চেয়ে বিমানের ভাড়া কম! কি অবাক হলেন? বিষয়টি অবাক করা হলেও এমনটা ঘটেছে ভারতে। শনিবার ২৭তম ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্ট কনফারেন্সের বক্তব্যে বিষয়টি জানিয়েছেন দেশটির বেসামরিক বিমান চলাচল মন্ত্রী জয়ন্ত সিংহ। খবর এবেলা।

জয়ন্ত সিংহ বলেন, এতোদিন জনগণের কাছে বিমান ভাড়াই ছিল সবচেয়ে ব্যয়বহুল। কিন্তু বর্তমানে ভারতে প্রতি কিলোমিটারে বিমানের ভাড়া অটোরিকশার ভাড়ার থেকে অনেক কম।

chardike-ad

ভারতে অভ্যন্তরীণ রুটে যেমন ইনদৌর থেকে দিল্লি যেতে প্রতি কিলোমিটারে বিমান ভাড়া ৫ রুপি। কিন্তু অটোরিকশায় গেলে প্রতি কিলোমিটার ৮ রুপিরও বেশি খরচ হয়।

কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি জানায়, স্লিপার পরেও এবার ওঠা যাবে বিমানে। চার বছরে বিমানযাত্রীদের সংখ্যা ১১ কোটি থেকে বেড়ে হয়েছে ২০ কোটি।