Search
Close this search box.
Search
Close this search box.

আমিরাতে পোশাক কারখানায় ভয়াবহ আগুন, ৫০ শ্রমিক উদ্ধার

emiratesসংযুক্ত আরব আমিরাতের প্রাচীন শিল্প এলাকায় একটি পোশাক তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কারখানাটি আমিরাতভিত্তিক বিনিয়োগকারী প্রতিষ্ঠান উম্ম আল কুয়াইনের। অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

কুয়াইনের ওই পোশাক তৈরির কারখানা থেকে অন্তত ৫০ শ্রমিককে উদ্ধার করা হয়েছে। তবে এদের মধ্যে বাংলাদেশি কোনো শ্রমিক আছেন কি না তা জানা যায়নি।

chardike-ad

উম্ম আল কুয়াইনের প্রতিরক্ষা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক কর্নেল খামিস ইব্রাহীম বুলসালি বলেছেন, ‘হঠাৎ কারখানাটিতে আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডের কোনো কারণ জানা যায়নি।’ ‘আগুনের শিখা দ্রুত পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। এতে কারখানাটির বিশাল অংশের ক্ষতি হয়েছে। তবে কোনো প্রাণহানি হয়নি।’

উম্ম আল কুয়াইনের সেন্ট্রাল পুলিশ বলছে, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর অত্যন্ত কম সময়ের মধ্যে ঘটনাস্থলে পুলিশ, অ্যাম্বুলেন্স, চিকিৎসক ও উদ্ধারকারী দল পাঠানো হয়।

‘প্রশিক্ষিত অগ্নি-নির্বাপণ কর্মীরা পানি এবং ফোম ব্যবহার করে দ্রুত আগুন নিভিয়ে ফেলেছে। এছাড়া পুরো কারখানা শীতল করা হয়েছে যাতে ফের আগুন ছড়িয়ে না পড়ে।’

সূত্র : খালিজ টাইমস।