Search
Close this search box.
Search
Close this search box.

বিশ্বের প্রথম ঘূর্ণায়মান ভবন নির্মাণ করছে আমিরাত

dubaiবিশ্বের প্রথম ঘুরতে থাকা ভবন নির্মিত হচ্ছে আরব আমিরাতের দুবাইতে। আশ্চর্যজনক হলেও সত্য ভবনটি রীতিমতো ঘুরবে। শুধু তাই নয়, এটি হতে চলেছে বিশ্বের তৃতীয় উচ্চতম ভবন।

দুবাইয়ের কর্মকর্তারা বলছেন, সব কিছু ঠিকঠাক থাকলে ২০২০ সালেই এটি চালু হয়ে যাবে। বুর্জ খলিফা (৮২৮ মিটার) এবং মারিনা (৪৩২ মিটার) এরপর এটাই বিশ্বের তৃতীয় উচ্চতম বিল্ডিং হতে চলেছে বলে দাবি নির্মাতাদের। এর উচ্চতা হবে ৪২০ মিটার। খবর আনন্দবাজার পত্রিকার।

chardike-ad

ডায়নামিক গ্রুপ নামে দুবাইয়ের একটি আর্কিটেকচারাল ফার্ম এই অত্যাধুনিক স্কাইস্ক্র্যাপারটি তৈরি করছে। ৮০ তলার এই স্কাইস্ক্র্যাপারের প্রত্যেকটি তলাই স্বতন্ত্রভাবে ঘুরতে সক্ষম। এবং প্রতিনিয়ত তা ঘুরে চলবে।

ফ্লোরগুলো কত গতিতে ঘুরবে এবং কোন অভিমুখে ঘুরবে, তা নিয়ন্ত্রণ করতে পারবেন বাসিন্দারাই। যার ফলে সব সময়ই নিজের আকৃতির পরিবর্তন করবে এই স্কাইস্ক্র্যাপার।

এই ভবনের আরও একটি বৈশিষ্ট্য হলো এটি হবে পরিবেশ সহনীয়। কারণ বিল্ডিংয়ের পুরোটাই সোলার এনার্জি এবং বায়ুশক্তির মাধ্যমে চলবে। এর জন্য প্রতিটা ফ্লোরের মধ্যে ৭৯টি টারবাইন লাগানো হবে। প্রতিটা ফ্লোরের ছাদেও বসবে সোলার প্যানেল।