Search
Close this search box.
Search
Close this search box.

ইউটিউবের ‘মিউজিক ভিডিও অব দ্য ইয়ার’ অ্যাওয়ার্ড পেল কোরিয়ার গার্লস জেনারেশন

অনলাইন প্রতিবেদক, ৬ নভেম্বর ২০১৩:

হালের সেনসেশন লেডি গাগার ‘অ্যাপলজ’, দুনিয়া কাঁপানো স্বদেশী র‍্যাপার সাইয়ের ‘জেন্টেলম্যান’ সহ নয়টি মিউজিক ভিডিওকে পিছনে ফেলে ইউটিউবের ‘ভিডিও অব দ্য ইয়ার’ অ্যাওয়ার্ডটি জিতে নিয়েছে নয় কোরিয়ান তরুণীর মিউজিক গ্রুপ গার্লস’ জেনারেশনের ‘আই গট অ্যা বয়’।

chardike-ad
12-02(42)
গার্লস জেনারেশন

অপর পাঁচটি ক্যাটাগরিতে বিজয়ী ব্যাক্তি, গ্রুপ এবং ভিডিওসমূহ হলঃ

ব্রেকথ্রু অব দ্য ইয়ারঃ ম্যাকলমোর ও রায়ান লুইস।
রেসপন্স অব দ্য ইয়ারঃ ‘রেডিওএক্টিভ’-এর জন্য লিন্ডসে স্টারলিং ও ক্যাপেলা গ্রুপ পেন্টাটনিক্স।
ইনোভেশন অব দ্য ইয়ারঃ ‘সী মি স্ট্যান্ডিং’-এর জন্য ডি স্টর্ম।
ইউটিউব ফেনোমেননঃ ‘আই নো ইউ ওয়্যার ট্রাবল’।
আর্টিস্ট অব দ্য ইয়ারঃ এমিনেম।

পুরষ্কার পেয়ে গার্লস’ জেনারেশনের পক্ষ থেকে দেয়া প্রতিক্রিয়ায় গ্রুপ মেম্বার টিফানি বলেন, “ইউটিউব আমার ও আপনাদের সবচেয়ে ভালো বন্ধু। সম্মাননাটি পেয়ে আমি দারুণভাবে আনন্দিত।”

তিনি গার্লস’ জেনারেশনের ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। গ্রুপটির অন্য সদস্যরা হচ্ছেন তাইয়ন, ইয়না, সানি, হইয়ন, ইউরি, সোইয়ং, সিওহিওন ও জেসিকা। টিফানি জানান তাঁরা এই মুহূর্তে নতুন অ্যালবামের কাজে ব্যস্ত আছেন যেটি দক্ষিণ কোরিয়া ও জাপানে মুক্তি দেয়া হবে। গ্রুপটি অদূর ভবিষ্যতে যুক্তরাষ্ট্র থেকে একটি অ্যালবাম প্রকাশ করতে ইচ্ছুক বলেও জানিয়েছেন এই তরুণী।