Search
Close this search box.
Search
Close this search box.

বামপন্থী দল ভেঙ্গে দিতে চায় দ. কোরিয়ার মন্ত্রী পরিষদ

সিউল, ৬ নভেম্বর, ২০১৩:

উত্তর কোরিয়াপন্থী হিসেবে চিহ্নিত একটি বামপন্থী দল ভেঙ্গে দিতে দক্ষিণ কোরিয়া সরকার মঙ্গলবার সাংবিধানিক আদালতে আবেদনের সিদ্ধান্ত নিয়েছে। খবর এএফপি’র।

chardike-ad

imagesবিচার বিভাগ বিষয়ক মন্ত্রী হোয়াং কিয়ো-অ্যান সাংবাদিকদের বলেন, বামপন্থী ইউনিফাইড প্রগ্রেসিভ পার্টিকে (ইউপিপি) ভেঙ্গে দেয়ার এ পদক্ষেপ মন্ত্রী পরিষদের বৈঠকে অনুমোদিত হয়েছে। ওই বৈঠকে সবাই সম্মত হন যে, উত্তর কোরিয়াপন্থী ওই দলের কার্যক্রম সংবিধানে নির্দেশিত মৌলিক গণতন্ত্রের পরিপন্থী।
উত্তর কোরিয়ার পক্ষে সশস্ত্র আন্দোলনের ষড়যন্ত্রের অভিযোগে পার্লামেন্ট সদস্য লী সিউক-কিসহ বেশ কয়েকজন ইউপিপি সদস্যকে গ্রেফতারের কয়েক মাস পর মন্ত্রী পরিষদে এনিয়ে ভোটাভুটি হলো।

হোয়াং জানান, লী ইউপিপি’র একটি গুরুত্বপূর্ণ শাখার প্রধান ছিলেন। তারা উত্তর কোরিয়ার আদলে দক্ষিণ কোরিয়ায় বিপ্লব ঘটাতে চান। সূত্রঃ বাংলাদেশ সংবাদ সংস্থা।