অনলাইন প্রতিবেদক, ৯ নভেম্বর ২০১৩:

আগের মত কোরিয়ানরা বিয়ের ক্ষেত্রে কনের বয়স বিবেচনা করছে না। গত বছর প্রতি ছয়টি বিয়ের মধ্যে একটিতে কনের বয়স বরের চেয়ে বেশি ছিল। কোরিয়ার সরকারী পরিসংখ্যান কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

chardike-ad

couple_figurinesকনফুসিয়াস প্রভাবের বলয় থেকে বেরিয়ে এসে গত বছর শতকরা ১৫.৬ শতাংশ পুরুষ বয়সে বড় মেয়েকে বিয়ে করেছে। যেখানে ২০০২ সালের শুরুতে প্রায় ১১.১৬ শতাংশ বয়স্ক পাত্রী বিয়ে করে।

“পাত্র থেকে পাত্রী বড়, এটি সমাজে একটি পরিবর্তনের নির্দেশক মাত্র। এই পরিবর্তন কোরিয়ান মেয়েদের সামাজিক অবস্থানের উন্নতি কথা বলছে” এ রিপোর্টের উপর পরিসংখ্যান কর্মকর্তা এ মন্তব্য করেন।

ঐতিহ্যগতভাবে কোরিয়াতে পুরুষশাসিত কনফুসিয়াস দর্শন চলে আসছে। সেখানে বয়সে বড় পাত্রী বিয়ে করা কিছুটা হলেও অস্বাভাবিক ঘটনা হিসেবে ধরা হয় কোরিয়াতে।

অক্টোবর মাস কোরিয়ানদের সবচেয়ে পছন্দের বিবাহ জন্য মাস। এ বছর শরৎ মাসের মধ্যে গড়ে ৩৮, ৮৪৮ টি বিবাহ হয়েছে। অধিকাংশ দম্পতি উষ্ণ বসন্ত ঋতু সময় তাদের বিয়ে ও বিয়ে সম্পর্কিত বিষয় উদযাপন করে। সামাজিক প্রথা ভেঙ্গে কোরিয়ানরা নভেম্বর মাসেই এসব উৎসব করাটা কোরিয়ানদের জন্য বিশ্বায়নের প্রভাব বলে মনে করেন সংশ্লিষ্টরা।