Search
Close this search box.
Search
Close this search box.

দেগুতে বিদেশীদের দক্ষতা প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় পুরস্কার বাংলাদেশীদের

সিউল, ১১ নভেম্বর ২০১৩:

কোরিয়ার অন্যতম বড় শহর দেগুতে বিদেশীদের নিয়ে আয়োজিত দক্ষতা পরীক্ষায় প্রথম ও দ্বিতীয় পুরস্কার জিতে নিয়েছেন দুইজন বাংলাদেশী। এইচআরডি কোরিয়া আয়োজিত কম্পিউটার হার্ডওয়ারে দক্ষতা বিষয়ক একটি প্রতিযোগিতায় তারা এই পুরস্কার পান। প্রতিযোগিতার ফাইনাল পর্বে ১৮ জন প্রতিযোগীর মধ্যে মো জসিম উদ্দিন প্রথম স্থান এবং মো আসলাম আলী দ্বিতীয় স্থান অর্জন করেন। তৃতীয় স্থান অর্জন করেন একজন ইন্দোনেশিয়ান। কোরিয়াতে কর্মরত বিভিন্ন দেশের কর্মীদের নিয়ে এইচআরডি কোরিয়া মে মাস থেকে নভেম্বর মাস পর্যন্ত এই প্রতিযোগিতার আয়োজন করেছিল।

chardike-ad

competitionকোরিয়ায় কর্মরত বিদেশী কর্মীদের নিয়ে প্রতিবছরই এইচআরডি কোরিয়া (HRD Korea) বিভিন্ন প্রতিযোগিতা, প্রশিক্ষণ কোর্সসহ নানা ধরণের আয়োজন করে থাকে। এইসব কর্মসূচিতে বাংলাদেশীরা বরাবরই নিজেদের দক্ষতার প্রমাণ দিয়ে আসছেন।

প্রতিযোগীতায় পুরস্কার পাওয়া আসলাম আলী জানান “পুরস্কার পেয়ে অনেক ভাল লাগছে। পুরস্কার দেওয়ার সময় যখন পরপর দুইবার বাংলাদেশ উচ্চারণ করল তখনকার ভাল লাগা বোঝাতে পারব না। অনেক বিদেশীদের মাঝে বাংলাদেশের নাম উচ্চারণ হলে খুব ভাল লাগে”।