Search
Close this search box.
Search
Close this search box.

দুই কোরিয়ার সংলাপে সম্মতি উত্তর কোরিয়ার

দক্ষিণ কোরিয়া জানিয়েছে দুই কোরিয়ার মধ্যে সংলাপ অনুষ্ঠানের উত্তর কোরিয়ার কাছ থকে সবুজ সঙ্কেত পেয়েছে তারা। উত্তর কোরিয়ার উচ্চ পর্যায়ের সঙ্গে অনুষ্ঠিতব্য এই বৈঠকের জন্য সীমান্তবর্তী পানমুনজম গ্রামকে বেছে নেওয়া হয়েছে। দক্ষিণ করিয়ার পুনরেত্রীকরণ মন্ত্রী শনিবার জানিয়েছেন, ২৯ তারিখে ওই বৈঠক অনুষ্ঠিত করার বিষয়ে সম্মতি জানিয়ে বার্তা পাঠিয়েছে পিয়ংইয়ং। এপ্রিলে অনুষ্ঠিতব্য আন্তঃকোরিয়া সম্মেলনের জন্য ডাকা ওই বৈঠকের বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে  বার্তাসংস্থা রয়টার্স।

chardike-ad

পানমুনজম হচ্ছে সেই ঐতিহাসিক গ্রাম যেখানে ১৯৫৩ সালে দেশ দুটির মধ্যে যুদ্ধবিরতি বাস্তবায়নের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। ওই চুক্তির ফলেও যুদ্ধ কার্যত থেমে গিয়েছিল। এর আগেও নানা সময়ে ওই এলাকায় দুই কোরিয়ার মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। এ বছরের জানুয়ারিতে শীতকালীন অলিম্পিকে উত্তর কোরিয়ার অংশগ্রহণের প্রশ্নে আলোচনা হয়েছিল। দুই পক্ষের পাঁচ সদস্য বিশিষ্ট প্রতিনিধিদলের আলোচনা সফল হয়েছিল। দক্ষিণ কোরিয়ায় আয়োজিত শীতকালীন অলিম্পিকে যোগ দিয়েছিল উত্তর কোরিয়া।