সম্প্রতি ধর্ষণ ও পোশাক বিষয়ে একটি টেলিভিশন শো-তে অভিমত বক্তব্য তুলে ধরেন মোশাররফ করিম। এরপর সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিয়ে হইচই পড়ে যায়। যদিও মোশাররফ করিম বিষয়টিকে ‘ভুল বোঝাবুঝি’ হিসেবে আখ্যায়িত করেছেন।
এ নিয়ে বৃহস্পতিবার দিবাগত রাতে ফেসবুক পেইজে নিজের বক্তব্যও পরিস্কার করেছেন মোশাররফ করিম। তারপরেও যেন থামছে না আলোচনা সমালোচনার ঝড়।
মোশার্ফ করিম গণমাধ্যমকে বলেছেন, ‘পুরো অনুষ্ঠানটি দেখুন। তারপর বুঝুন, আমি আসলে কী বোঝাতে চেয়েছি। এটা শুধুই ভুল বোঝাবুঝি। আমি যা নই, তাই বলা হচ্ছে। ভুল বোঝাবুঝিতে যারা কষ্ট পাচ্ছেন, তাদের এমন কথাতেও আমি ব্যথিত হচ্ছি, কষ্ট পাচ্ছি।
তিনি বলেন, ‘আমি কেমন মানুষ, তা আমার আশেপাশে যারা থাকেন তারা হয়তো জানেন। নিজের কথা নিজে বলতে সবসময়ই আমি চরম বিব্রত বোধ করি।’
‘ভুল বোঝাবুঝি’ নিয়ে বৃহস্পতিবার নিজের ওই পোস্টে দুঃখও প্রকাশ করেছেন সময়ের অন্যতম জনপ্রিয় এই অভিনেতা।