Search
Close this search box.
Search
Close this search box.

ভিয়েতনামে বন্যায় প্রাণহানির সংখ্যা বেড়ে ৩৪

সিউল, ১৮ নভেম্বর ২০১৩:

ভিয়েতনামের মধ্যাঞ্চলে ভয়াবহ বন্যায় প্রাণহানির সংখ্যা বেড়ে ৩৪ জনে দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছেন এখনও ১১ জন। টেলিভিশন ফুটেজে রোববার দেখা গেছে, হোই আন ও হুয়ে নগরীতে বাড়িঘর ও রাস্তাঘাট বন্যার পানিতে তলিয়ে গেছে।

chardike-ad

0,,17232554_303,00এক আঞ্চলিক কর্মকর্তা বার্তা সংস্থা এএফপি’কে জানান, ১৯৯৯ সালের পর সবচেয়ে ভয়াবহ এ বন্যায় এখন পর্যন্ত ৩৪ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। উপকূলীয় দানাং নগরীর কর্মকর্তা নগুয়েন কুয়াং ত্রাংগ বলেন, এখনও ১১ জনের খোঁজ মেলেনি। এছাড়া এক লাখেরও বেশি বাড়িঘর বন্যার পানিতে তলিয়ে গেছে এবং এ অঞ্চলে সড়ক, বিমান ও রেল যোগাযোগ ব্যাপকভাবে বিঘ্নিত হচ্ছে। ভিয়েতনামের মধ্যাঞ্চলের বেশিরভাগ প্রদেশে এ বন্যা দেখা দিয়েছে।

তিনি আরো বলেন, রোববারও উপকূলীয় প্রদেশ কুয়াং নগাই ও বিন দিনে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এই দুই প্রদেশেই কমপক্ষে ২০ জনের প্রাণহানি হয়েছে। বন্যায় ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে সাড়ে ছয় কোটি নির্ধারণ করা হয়েছে।