Search
Close this search box.
Search
Close this search box.

চীনে তেল পাইপলাইনে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৪৪

সিউল, ২৩ নভেম্বর ২০১৩:

চীনের উপকূলীয় কিংদাও নগরীতে একটি তেল পাইপলাইনে বিস্ফোরণে শনিবার মৃতের সংখ্যা বেড়ে ৪৪ জনে দাঁড়িয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ এ কথা জানায়। ভিডিও ফুটেজে দেখা যায় বিস্ফোরণে রাস্তার আংশিক উড়ে গেছে ও বিভিন্ন গাড়ি উল্টে গেছে এবং কালো ধোয়ার সৃষ্টি হয়েছে।

chardike-ad

_71274390_71274385

এ বিস্ফোরণে শুক্রবার সন্ধ্যায় ৩৫ জন নিহত ও ১৬৬ জন আহত হওয়ার কথা জানানো হয়েছিল। কিংদাও পৌরসভা সরকার জানায়, শুক্রবার ভোরে রাষ্ট্রীয় মালিকানাধীন তেল কোম্পানি সিনোপেক পরিচালনাধীন পাইপলাইনটি ফুটো হয় এবং কর্মীরা লাইনটি মেরামত করতে দেখতে যাওয়ার কয়েক ঘণ্টা পর এটি বিকট শব্দে বিস্ফোরিত হয়।

সিনোপেক চেয়ারম্যান ফু চেংউ শনিবার রাষ্ট্রীয় টেলিভিশনকে জানান, এ মর্মান্তিক ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। আমরা নিহতদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাচ্ছি।
আমরা যত দ্রুত সম্ভব বিস্ফোরণের কারণ খুঁজে বের করবো এবং তা দেশবাসীকে জানানো।