Search
Close this search box.
Search
Close this search box.

জার্মান ফেরৎ হালিমের সাফল্য

patuakhali-halimজার্মান থেকে দেশে ফিরে এসেছেন পটুয়াখালীর মো. হালিম। এসেই নিজের পরিকল্পনা বাস্তবায়নে হাতে নেন বিভিন্ন উদ্যোগ। প্রথমে স্থানীয়ভাবে হাতে তৈরি যন্ত্রের মাধ্যমে শুরু করেন। ক্ষতিকর বর্জ্য থেকে মূল্যবান জ্বালানি ও তেল তৈরি করে অবাক করে দেন এলাকাবাসীকে।

পটুয়াখালী সদর উপজেলার মাদাবুনিয়া ইউনিয়নের মো. হালিম দীর্ঘ ১১ বছর জার্মানিতে ছিলেন। ওয়ার্কশপে কাজের সুবাদে গত ৩ বছর বিভিন্ন কলকারখানা পরিদর্শন করে অভিজ্ঞতা অর্জন করেন। তাই দেশে ফিরে বাস্তব পরীক্ষা চালিয়ে সফল হন তিনি। হালিমের এই অভিনব সাফল্য দেখতে ভিড় করছেন অগণিত মানুষ।

chardike-ad

তিনি জানান, এলাকায় ছড়িয়ে থাকা বিভিন্ন পলিথিন ও প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করে নিজস্ব পরিকল্পনায় উদ্ভাবিত যন্ত্রের সাহায্যে একসাথে তৈরি করেন জ্বালানি গ্যাস, তেল ও বিভিন্ন পিচ্ছিলকারক পদার্থ। অর্থনৈতিক সম্ভাবনাময় লাভজনক এ প্রযুক্তি কাজে লাগাতে প্রয়োজনীয় উদ্যোগ নিতে আহ্বান জানান তিনি।

শহরে হালিমের এই প্রযুক্তি বর্জ্য ব্যবস্থাপনার উন্নত মডেল হিসেবে পরিচিতি লাভ করেছে।

সৌজন্যে- জাগো নিউজ