Search
Close this search box.
Search
Close this search box.

chaina bimanঝরনা কলমধারী এক যাত্রী বিমানবালাকে হুমকি দেয়ার পর এয়ার চায়নার একটি উড়োজাহাজ অনির্ধারিত অবতরণে বাধ্য হয়েছে। রোববার বেইজিংগামী উড়োজাহাজটি ঝেংঝু শহরের শিনঝেং আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ড করে বলে জানিয়েছে চীনের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ।

নিজেদের ওয়েবসাইটে দেয়া সংক্ষিপ্ত এক বিবৃতিতে চীনের সিভিল এভিয়েশন প্রশাসন জানিয়েছে, এয়ার চায়নার ফ্লাইট ১৩৫০-এর ৪১ বছর বয়সী এক পুরুষ যাত্রী ওই বিমানবালাকে জিম্মি করতে কলমটি ব্যবহার করে।

এ ঘটনায় একজন আহত হয়েছেন। এবং হুমকি দেয়া ব্যক্তি পুলিশের হেফাজতে রয়েছে। এছাড়া বিস্তারিত আর কিছু জানানো হয়নি।

চীনের দক্ষিণাঞ্চলীয় হুনান প্রদেশের রাজধানী চাংশা থেকে স্থানীয় সময় সকাল ৮টা ৪০ মিনিটে উড়োজাহাজটি রওনা হয়েছিল।