Search
Close this search box.
Search
Close this search box.

কলপ্রতি খরচ জানাতে হবে দক্ষিণ কোরিয়ার মোবাইল কোম্পানীগুলোকে

দক্ষিণ কোরিয়ার সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট দেশটির তিনটি মোবাইল কোম্পানিকে তাদের কলপ্রতি খরচ প্রকাশের আদেশ দিয়েছে। আদালত বলেছে এর মাধ্যমে জনসাধারণ যেন সহজেই বুঝতে পারে কোন কোন ক্ষেত্রে কত খরচ নেওয়া হচ্ছে।

chardike-ad

২০১১ সালে স্থানীয় একটি অ্যাক্টিভিস্ট গ্রুপ একটি মামলা দায়ের করে এই মর্মে যে, মোবাইল কোম্পানিগুলিকে তাদের খরচ সংক্রান্ত বিষয়াদি জনগণকে জানাতে হবে। দীর্ঘ সাত বছর পর এই মামলার রায় ঘোষিত হল। এর আগে স্থানীয় কোর্ট মামলার পক্ষে রায় দেয়। সুপ্রিমকোর্ট রায়টিকে সমর্থন দিয়েছে।

আদালত রায়ে  মোবাইল কোম্পানিগুলোকে ২০০৫ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত সকল আয় সংক্রান্ত ডকুমেন্টগুলি প্রকাশ করতে বলা করা হয়। তবে বিশেষজ্ঞরা মোবাইল কোম্পানিগুলির খরচ জানানো বাধ্য করার বিষয়টিকে মূলত জনগণকে তথ্য জানানোর অধিকার বলেই মনে করছেন।

স্থানীয় একটি এডভোকেসি গ্রুপ ‘পিপলস সলিডারি ফর পার্টিসিপেটরি ডেমোক্রেসি’ ২০১১ সালে মোবাইল কোম্পানিগুলোর মালিকদেরকে কলপ্রতি খরচ জনগণকে জানানোর দাবি জানালেও সেসময় সরকার প্রস্তাবটি নাকচ করে দেয়।