Search
Close this search box.
Search
Close this search box.

চীনের আকাশ প্রতিরক্ষা সীমা উপেক্ষা করলো জাপান ও দ. কোরিয়া

সিউল, ২৮ নভেম্বর ২০১৩:

জাপান ও দক্ষিণ কোরিয়া বৃহস্পতিবার বলেছে, তারা চীনের সদ্য ঘোষিত আকাশ প্রতিরক্ষা জোন অগ্রাহ্য করেছে। এর আগে মার্কিন বি-৫২ বোমারু বিমান ও চীনের আকাশ প্রতিরক্ষা সীমা উপেক্ষা করে। চীন গত সপ্তাহান্তে একতরফাভাবে আকাশ প্রতিরক্ষা শনাক্তকরণ জোন (এডিআইজেড) ঘোষণা করে।

chardike-ad

imagesএই প্রতিরক্ষা জোনে অনুপ্রবেশের প্রেক্ষিতে এর জবাব আরো কঠোর করতে চীন কর্তৃপক্ষ অভ্যন্তরীণ চাপের মুখে রয়েছে। চীন পূর্ব চীন সাগরের বিতর্কিত দ্বীপমালা অন্তর্ভুক্ত করে নতুন ‘আকাশ প্রতিরক্ষা জোন’ ঘোষণা করায় যুক্তরাষ্ট্র ও জাপান চীনের বিরুদ্ধে উস্কানির অভিযোগ তুলেছে এবং এর ফলে আন্তর্জাতিক অঙ্গণে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

চীনের এডিআইজেড অনুযায়ী বিমানকে তাদের ফ্লাইট প্ল্যান জমা দিতে হয় এবং জাতীয়তা ঘোষণা করতে ও দ্বিমুখী রেডিও যোগাযোগ বজায় রাখতে হয়। না হলে ‘প্রতিরক্ষামূলক জরুরি পদক্ষেপ’-এর সম্মুখীন হওয়ার কথা রয়েছে। টোকিওর কোস্টগার্ড বলেছে, তারা চীনের শর্তাবলী না মেনে বাধাহীনভাবেই ঘোষিত নতুন প্রতিরক্ষা জোনে ঢুকে পড়তে সক্ষম হয়েছে। এ ছাড়া দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীও বলেছে, তারাও ওই এলাকায় ঢুকে কোনো প্রতিরোধের সম্মুখীন হয়নি।