‘চেয়ারম্যান কিম, আপনি প্রথমবারের মত মিলিটারি ডিমারকেশন লাইন অতিক্রম করেছেন। এটা আমাদের জন্য একটি ঐতিহাসিক ঘটনা।’ শুক্রবার সকালে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে এভাবেই স্বাগত জানান দক্ষিণ কোরিয়ার নেতা মুন জে-ইন।
শুক্রবার স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় বহুল আলোচিত ঐতিহাসিক বৈঠকে বসেছেন কোরিয়ার দুই নেতা। দুই দেশের সীমান্তবর্তী গ্রাম পানমুনজমের পিস হাউসে এই বৈঠক চলছে। কোরীয় যুদ্ধ-পরবর্তী ৬৫ বছরে এই প্রথম উত্তরের কোনো নেতার পা পড়ল দক্ষিণে। শেষ খবরে জানা গেছে বৈঠকে এখন মধ্যাহ্ণ ভোজের বিরতি চলছে। তবে কিম ও মুন আলাদাভাবে লাঞ্চ করছেন বলে জানিয়েছে বিবিসি।
শুক্রবার সকালে কোরীয় উপদ্বীপকে বিভক্তকারী সামরিক সীমানা নির্ধারণী লাইন ( মিলিটারি ডিমারকেশন লাইন) অতিক্রম করে প্রথমবারের মত দক্ষিণ কোরিয়ায় প্রবেশ করেন কিম। তাকে উষ্ণ অভ্যর্থণা জানান সিউল নেতা মুন। তিনি বলেন, ‘চেয়ারম্যান কিম প্রথমবারের মত এই লাইন অতিক্রম করে ইতিহাস তৈরি করেছেন। আজ থেকে এই ডিমারকেশন লাইন বিভক্তির নয়, শান্তির প্রতীক হয়ে থাকবে।’
কিমের প্রশংসা করে তিনি আরও বলেন, ‘চেয়ারম্যান কিম, আপনি এই বৈঠকে সম্মত হয়ে সাহস আর উদারতার পরিচয় দিয়েছেন। আমি আপনার সেই সাহসিকতাকে শ্রদ্ধা জানাচ্ছি। আমার বিশ্বাস গুরুত্বপূর্ণ এই বৈঠক আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিল। ’
কিমকে সহাস্যে জড়িয়ে ধরে মুন বলেন, ‘গত ৭ বছর ধরে আমরা দুই দেশ নিজেদের মধ্যে যোগাযোগ করতে পারিনি। কিন্তু আজ আমরা দুজন সারাদিন আলাপ করবো।’