যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশিদের মাঝে অত্যন্ত জনপ্রিয় ও সুপরিচিত মুখ মাহবুব আলী বুলু (৬৫) আর নেই। স্থানীয় সময় শনিবার দুপুরে লং আইল্যান্ড জুইশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়ে দুই সপ্তাহ ধরে তিনি ওই হাসপাতালে ভর্তি ছিলেন।
মাহবুব আলী বুলু জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এবং যুক্তরাষ্ট্র শাখার সভাপতি ছিলেন। এছাড়া তিনি দুইযুগ আগে নিউইয়র্ক ও পার্শ্ববর্তী বেশ কয়েকটি অঙ্গরাজ্য জুড়ে রংপুরের প্রবাসীদের ‘বৃহত্তর রংপুর জনকল্যাণ সমিতি’ গঠনের পর তার নেতৃত্বে দিয়ে আসছিলেন। ম্যানহাটান ডাউন টাউন বিজনেস অ্যাসোসিয়েশন গঠনেও তার অপরিসীম অবদান রয়েছে।
বুলুর গ্রামের বাড়ি বাংলাদেশের নীলফামারী জেলায়। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই সন্তানসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের স্বজনরা জানিয়েছেন নিউইয়র্কে জানাজার পর তার মরদেহ বাংলাদেশে পাঠানো হবে।