প্রতিবেশী দুই দেশের মধ্যে চির শত্রুতা অবসানের সুবাতাস বইছে। দুই কোরিয়ার মধ্যে মুখ দেখাদেখি বন্ধ সেই ১৯৫০ সাল থেকে। তবে তা প্রযুক্তির ব্যবহারে বাধা হতে পারে নাই। অনেক দিন থেকেই উত্তর কোরিয়াতে সবচাইতে জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড দক্ষিণ কোরিয়ার স্যামসাং।
চমকপ্রদ এ তথ্য উঠে এসেছে দক্ষিণ কোরিয়ার এক জরিপে। উভয় কোরিয়ার সরকার প্রধানের মধ্যে বৈঠকের পরপরই এ খবর প্রকাশ পেয়েছে। সামনের দিনগুলোতে দুটি দেশের মধ্যে সম্পর্ক জোরদার হলে স্যামসাংয়ের জন্য অপেক্ষা করছ বড়সড় আরও একটি বাজার।
এখনও পর্যন্ত উত্তর কোরিয়াতে স্যামসাং সরাসরি ব্যবসা করতে পারে না। শীর্ষস্থানীয় এ ব্র্যান্ডের ফোনগুলো অন্য উপায়ে সেখানে প্রবেশ করছে। দেশটির কঠোর সীমান্ত আইনের পরও ব্র্যান্ডটি সেখানে খুবই জনপ্রিয়।
স্যামসাং ফোনের পাশাপাশি জনপ্রিয়তা পেয়েছে উত্তর কোরিয়ার নিজস্ব ফোন আরিরাং। এতে আছে ডুয়ালকোর কোয়ালকম প্রসেসর, ৭৬৮ মেগাবাইট র্যাম, ৪ গিগাবাইট স্টোরেজ, ৮ মেগাপিক্সেল ব্যাক ও ২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ব্যাটারি দেয়া হয়েছে ১৯০০ এমএএইচ। ফোনটির মূল্য ৩১৫ ডলার, যা স্পেসিফিকেশনের তূলনায় অনেক বেশি।
ভবিষ্যতে উত্তর কোরিয়ার বাজার আরও উন্মুক্ত হলে স্যামসাং আরও বেশি ব্যবহারকারীদের কাছে পৌঁছে যাবে। দেশটিতে এখন স্মার্টফোন ব্যবহারকারী আছেন মাত্র ৫০ লাখ, দ্রুতই তা কোটি ছাড়িয়ে যাবে বলে ধারণা বিশ্লেষকদের।
সৌজন্যে- টেক শোহর