Search
Close this search box.
Search
Close this search box.

যৌন কেলেঙ্কারিতে চলতি বছরের সাহিত্যে নোবেল পুরস্কার স্থগিত ঘোষণা

nobel-prizeচলতি বছরের সাহিত্যে নোবেল পুরস্কার স্থগিত ঘোষণা করা হয়েছে। সুইডিশ একাডেমি আজ (শুক্রবার) এক বিবৃতিতে এ ঘোষণা দিয়েছে। সাহিত্যে নোবেল প্রার্থী নির্বাচনের দায়িত্ব নিয়োজিত এক কর্মকর্তার যৌন কেলেঙ্কারিকে কেন্দ্র করে এ সিদ্ধান্ত নেয় সুইডিশ একাডেমি।

১৯০১ সালে নোবেল পুরস্কার চালু করার পর এবারই প্রথম সবচেয়ে বড় ধরণের কেলেঙ্কারির মুখে পড়েছে সুইডিশ একাডেমি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য ১৯৪৩ সালে নোবেল পুরস্কার দেয়া যায়নি। চলতি বছরের সাহিত্য পুরস্কার আগামী বছরের পুরস্কারের সঙ্গে একযোগে দেয়া হবে বলে জানানো হয়েছে।

chardike-ad

গত নভেম্বরে ‘হ্যাশ ট্যাগ মি টু’‌ ক্যাম্পেইনের সময় সুইডিশ অ্যাকাডেমির ১৮ জন নারীকর্মী যৌন হেনস্থার অভিযোগ আনেন সংস্থাটির আর্নল্ট নামের এক কর্মকর্তার বিরুদ্ধে। ১৯৯৬ থেকে ২০১৭ পর্যন্ত আর্নল্ট বিভিন্ন সময়ে বহু নারীকর্মীকে যৌন হেনস্থা করেছেন বলে অভিযোগ করা হয়েছে। ওই ১৮ জনের মধ্যে দু’‌জন গ্যাব্রিয়েলা হাকানসন এবং এলিজে কার্লসন সংবাদমাধ্যমের সামনে মুখও খোলেন। পরের দিনই সংস্থার প্রধান সারা জানান, আর্নল্টের সঙ্গে সমস্ত রকমের সম্পর্ক ছিন্ন করেছে সুইডিশ একাডেমি।