Search
Close this search box.
Search
Close this search box.

tangail-bnp-leader-family-picটাঙ্গাইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক আশরাফ পাহেলী এবার এসএসসি পাস করলেন। তার মেয়েও এ বছর এসএসসি পাস করেছে। বাবা ও মেয়ের একই সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ ও পাস করা নিয়ে বিষয়টি টক অব দ্য টাউনে পরিণত হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আশরাফ পাহেলীর একমাত্র মেয়ে আশা বিনতে আশরাফ ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে টাঙ্গাইল শহরের সৃষ্টি একাডেমিক স্কুল থেকে নিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশ নিয়ে ‘এ’ গ্রেড পেয়েছে।

chardike-ad

একইসঙ্গে আশরাফ পাহেলী কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার হাজী শমশের আলী স্কুল অ্যান্ড বিএম কলেজ থেকে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন।

হাজী শমশের আলী স্কুল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন আশরাফ পাহেলীর পরীক্ষায় পাস করার বিষয়টি নিশ্চিত করেছেন।

মেয়ের সঙ্গে এবার এসএসসি পরীক্ষা দিয়ে পাস করার বিষয়টি স্বীকার করেছেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক আশরাফ পাহেলী।

উল্লেখ্য, আশরাফ পাহেলী এর আগে জেলা ছাত্রদলের সহ-সভাপতি ছাড়াও জেলা ও শহর ছাত্রদলের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। বর্তমান টাঙ্গাইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক পদে রয়েছেন তিনি।