Search
Close this search box.
Search
Close this search box.

উত্তর কোরিয়ায় শীর্ষ সামরিক কর্মকর্তা বরখাস্ত

সিউল, ৪ ডিসেম্বর ২০১৩:

উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট ও সামরিক বাহিনীর সর্বাধিনায়ক কিম জং উন তার একজন ঘনিষ্ঠ আত্মীয়কে সামরিক বাহিনীর উচ্চপদ থেকে সরিয়ে দিয়েছেন। তবে কি কারণে তাকে সরানো হয়েছে তা স্পষ্ট নয়। তবে, দুর্নীতির কারণে তাকে সরানো হয়েছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা ইয়ুনহ্যাপ।

chardike-ad

চ্যাং সং থেইক নামক সেনাবাহিনীর এই কর্মকর্তা কিম জংয়ের ফুফা বলে জানা গেছে। তিনি দেশটির সেনাবাহিনীর ভাইস প্রেসিডেন্ট ছিলেন।

image_57653_0মঙ্গলবার দেশটির একটি গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে বিবিসি এই সংবাদ প্রচার করে। চ্যাং সংয়ের সঙ্গে আরো দুইজন শীর্ষ কর্মকর্তাকে দুর্নীতির অভিযোগে বরখাস্ত করা হয়েছে বলে জানা গেছে।

চ্যাং সং-থেইক উত্তর কোরিয়ার কিম জং ইল প্রশাসনেরও গুরুত্বপূর্ণ ক্ষমতাধর ব্যক্তি বলে পরিচিত। ২০১১ সাল থেকে তিনি ছিলেন দেশটির অর্থনীতির একজন অন্যতম নীতিনির্ধারক।

ধারণা করা হয়, চ্যাং সং-ই ছিলেন কিম জং উনের অন্যতম প্রধান প্রভাবক। দেশটির প্রয়াত সাবেক নেতা কিম জং ইল মারা যাওয়ার পর ২০১১ সালে তার ছেলে কিম জং উন ক্ষমতা গ্রহণ করেন।

কিম জং ইল বেঁচে থাকতেই চ্যাং সং তার বোনকে বিয়ে করেন। সে সময় থেকেই চ্যাং সং দেশটির প্রশাসনে প্রভাব বিস্তার শুরু করেন। কিম জং ইল মারা গেলে তার ছেলে কিম জং উনের প্রশাসনেও তিনি আরো প্রভাবশালী হয়ে ওঠেন। সূত্র: বিবিসি