Search
Close this search box.
Search
Close this search box.

কুয়াকাটা সৈকতে ভেসে এলো বিশালাকৃতির মরা তিমি

death dolphiকুয়াকাটা সমুদ্র সৈকতে জোয়ারের স্রোতে ভেসে এসেছে বিশালাকৃতির একটি মরা তিমি। শুক্রবার গভীর রাতে জোয়ারের স্রোতে ভেসে এসে তিমিটি সৈকতের পূর্বদিকে গঙ্গামতি পয়েন্টে আটকে যায়।

তিমি মাছটির দৈর্ঘ্য ৫০ ফুট এবং প্রস্থ প্রায় ২০ ফুট হবে বলে অনুমান করছেন স্থানীয় জেলেরা। তাদের দাবি, তিমিটি ৫-৬ দিন আগে মারা গেছে। বর্তমানে ভেসে ওঠা মাছটিতে পচন ধরেছে। দুর্গন্ধ ছড়িয়ে গেছে গোটা সৈকতে। তবুও তিমিটিকে এক নজর দেখার জন্য শত শত মানুষ জড়ো হচ্ছেন সৈকতের গঙ্গামতি পয়েন্টে।

chardike-ad

বিশালাকৃতির এ তিমি মাছটি পর্যটকদের জন্য সংরক্ষণের দাবি জানিয়েছেন পর্যটনমুখী ব্যবসায়ীরা।

কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. তানভীর রহমান জানান, সৈকতে একটি তিমি মাছ ভেসে ওঠার কথা তিনি শুনেছেন। খবর শুনে স্থানীয় তহশিলদারকে সেখানে পাঠিয়ে দেয়া হয়েছে। তিনি মৎস্য কর্মকর্তাকে সঙ্গে নিয়ে পরিদর্শন শেষে মাছটির ব্যাপারে যে রির্পোট দেবেন অনুযায়ী সিদ্ধান্ত নেয়া হবে।