Search
Close this search box.
Search
Close this search box.

গ্যালাক্সি নোট ৯ এর বেঞ্চমার্ক ও তথ্য ফাঁস

note9প্রায় সকল অ্যান্ড্রয়েড ডিভাইসকে প্রসেসিং ক্ষমতায় হারিয়ে গিকবেঞ্চের সাইটে আত্মপ্রকাশ করেছে স্যামসাং গ্যালাক্সি নোট ৯। নিজস্ব এক্সিনস ৯৮১০ প্রসেসর স্ন্যাপড্রাগন ৮৪৫ এর চাইতে যে বেশ এগিয়ে তা প্রমাণ করেছে স্যামসাং।

গিকবেঞ্চ অনুযায়ী, সিঙ্গেলকোর পারফরমেন্সে নোট ৯ এক্সিনস সংস্করণ পেয়েছে ২৭৩৭ পয়েন্ট, আর মাল্টিকোর পারফরমেন্সে পেয়েছে ৯০৬৪ পয়েন্ট। সব মিলিয়ে এক্সিনস ৯৮১০ প্রসেসরটি স্ন্যাপড্রাগন ৮৪৫ এর চেয়ে প্রসেসিং পারফরমেন্সে প্রায় ৮ শতাংশ এগিয়ে আছে। ফোনটিতে র‍্যাম থাকছে ৬ গিগাবাইট, তবে ৮ গিগাবাইট র‌্যাম সমৃদ্ধ মডেলও বাজারে আসার কথা রয়েছে।

chardike-ad

note-9-configগ্যালাক্সি নোট ৯ পাচ্ছে ৬ দশমিক ৪ ইঞ্চি ডিসপ্লে, এস৯ প্লাসের মতো ডুয়েল অ্যাপারচার সমৃদ্ধ ডুয়েল ক্যামেরা, এক্সিনস ৯৮১০ বা স্ন্যাপড্রাগন ৮৪৫ প্রসেসর, ৬ অথবা ৮ গিগাবাইট র‍্যাম, আর ২৫৬ গিগাবাইট পর্যন্ত স্টোরেজ। সঙ্গে থাকছে স্যামসাংয়ের নতুন এআই অ্যাসিস্ট্যান্ট বিক্সবি ২ দশমিক ০।

বছরের মাঝামাঝি সময়ে বাজারে আসবে গ্যালাক্সি নোট ৯। মূল্য হবে এস৯ প্লাসের চেয়ে কিছুটা বেশি, অর্থাৎ নিশ্চিতভাবেই এর দাম লাখ টাকা ছাড়াবে।