বাংলাদেশী পাসপোর্ট করাতে এসে আটক চার রোহিঙ্গা নারী

bangladesh-passportনরসিংদী আঞ্চলিক পাসপোর্ট অফিসে মোটা অংকের টাকার বিনিময়ে পাসপোর্ট করতে গিয়ে আটক হয়েছেন চার নারী। কুতুপালং ক্যাম্প থেকে পালিয়ে নরসিংদী, অতপর বাংলাদেশী পাসাপোর্টের আবেদন। এমন অভিযোগে নরসিংদীর আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে চার রোহিঙ্গা কিশোরীকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলো, মিয়ানমারের নাগিরক নূর বিবি (১৪), আমেনা বেগম, (২৩), রাশিদা (১৬) এবং আনোয়ারা বেগম (১৭)। আটককৃতরা কক্সবাজারের কুতুপালং স্মরনার্থী শিবির থেকে দালালের সহযোগীতায় পালিয়ে এসেছে বলে প্রাথমিক ভাবে স্বীকার করেছে।

কিন্তু বিষয়টি গোপন রাখতে চেষ্টা করছে আঞ্চলিক পাসপোর্ট অফিসের কর্মকর্তারা। আবার, পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি যেহেতু স্পর্শকাতর তাই প্রশাসনের উচ্চ পদস্থ নিদের্শনা ছাড়া বক্তব্য দেয়া সম্ভব নয়।