Search
Close this search box.
Search
Close this search box.

এটা প্রবাসীদের ন্যায্য দাবী

probasiদেশে দালালদের অত্যাধিক টাকা পরিশোধ করে প্রবাসে এসে প্রবাসীরা রাতদিন একাকার করে মাথার ঘাম পায়ে ফেলে দেশে রেমিটেন্স পাঠায়৷ সে রেমিটেন্সে দেশের অর্থনীতি স্থিতিশীল থাকে৷ দেশের জন্য এটাই তো প্রবাসীদের অনেক বড়ো অবদান৷

এবারের বাজেটে বলা হয়েছে আড়াই লাখ টাকা পর্যন্ত আয়কর মুক্ত৷ একজন প্রবাসী দিনরাত একাকার করে চেষ্টা করে অতি অল্প সময়ে কিছু টাকা আয় করে পরিবার পরিজনের কাছে ফিরে আসতে৷ সে ক্ষেত্রে প্রবাসীদের বার্ষিক আয় আড়াই লাখের উপর যাবে এটাই স্বাভাবিক৷ কিন্তু প্রবাসীদের এই আয়ের উপর যদি কর বসানো হয় তবে তা হবে অযৌক্তিক৷

chardike-ad

প্রবাসীরা দেশের কোনো সুযোগ সুবিধা ভোগ ছাড়াই প্রবাসী রেমিটেন্সের মাধ্যমে দেশের অর্থনীতিতে যথেষ্ট ভূমিকা পালন করছে৷ তাই একজন প্রবাসী দেশে পুরোপুরি সেটল হওয়ার আগ পর্যন্ত তার আয় আয়কর মুক্ত দাবী করার যৌক্তিক অধিকার রাখে৷

আমরা সকল প্রবাসীরা চাই সরকার যেনো প্রবাসীদের প্রবাসকালীন আয়কে আয়কর মুক্ত রাখার ব্যবস্থা করেন।

লিখেছেন- মোঃ সোহেল