মঙ্গলবার । ডিসেম্বর ১৬, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আন্তর্জাতিক ১৭ ডিসেম্বর ২০১৩, ১:২৬ অপরাহ্ন
শেয়ার

সিউলে জি-২০ সম্মেলন আগামীকাল শুরু


১৭ ডিসেম্বর ২০১৩, সিউল:

২০১৩ সালের বার্ষিক জি-২০ সম্মেলন আগামী ১৮ ও ১৯ ডিসেম্বর দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে অনুষ্ঠিত হবে। কোরিয়া ইন্সটিটিউট অব ফিন্যান্স, কোরিয়া ডেভেলপমেন্ট ইন্সটিটিউট ও অস্ট্রেলিয়ার ফিন্যান্স ডিপার্টমেন্টের সাথে যৌথভাবে সম্মেলনটি আয়োজন করবে কোরিয়ার মিনিস্ট্রি অব স্ট্র্যাটেজি এন্ড ফিন্যান্স। সোমবার মন্ত্রণালয়ের তরফে আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানানো হয়েছে।

imagesসম্মেলনে জি২০ ভুক্ত দেশসমূহের অর্থ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, পদস্থ কর্মকর্তা, অধ্যাপক, গবেষক, বিভিন্ন আন্তর্জাতিক অর্থনৈতিক সংগঠনের বিশ্লেষকবৃন্দসহ প্রায় ২০০ অতিথি অংশ নেবেন। সম্মেলনে বিশ্ববাজার পর্যালোচনা, অধিভুক্ত দেশসমূহের অর্থনৈতিক নীতিমালা নতুন করে বিচার-বিশ্লেষণের পাশাপাশি ভবিষ্যৎ মন্দা ঠেকাতে একটি কার্যকর অর্থনৈতিক নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার ব্যাপারেও বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে।

এছাড়া জি২০ অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংক গভর্নর পর্যায়ের দুটি বৈঠকের প্রথমটি ২০১৪ সালের ২১-২৩ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে বলে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে।