Search
Close this search box.
Search
Close this search box.

কোরিয়ায় পার্সেল চার্জ বাড়ছে

অনলাইন প্রতিবেদক, সিউল, ২ জানুয়ারী ২০১৪:

অবশেষে লোকসান কমাতে পার্সেল চার্জ বৃদ্ধি করতে যাচ্ছে কোরিয়ার রাষ্ট্রয়ত্ত ডাক বিভাগ কোরিয়া পোস্ট। সংস্থাটি বুধবার জানিয়েছে যে ভারী পার্সেলের পরিবহণ ভাড়া ৫০০ থেকে ১৫০০ উওন পর্যন্ত বাড়ানো করা হবে। আগামী ১ ফেব্রুয়ারী থেকে এ বর্ধিত ভাড়া কার্যকর হবে।

chardike-ad

우체국제비৫ থেকে ১০ কেজি ওজনের পার্সেলের ভাড়া বাড়বে ৫০০ উওন। ১০ থেকে ২০ কেজির জন্য ১০০০ উওন এবং ২০ থেকে ৩০ কেজির পার্সেলের জন্য বর্তমান ভাড়ার সাথে অতিরিক্ত ১৫০০ উওন গুনতে হবে প্রেরককে।

কোরিয়া পোষ্টের একজন কর্মকর্তা জানান, পরিবহণ মজুরী ও তেলের দাম বাড়ায় ক্ষতি পোষাতে এই ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত নেয়া হয়েছে।

উল্লেখ্য, ২০০৫ সালের জানুয়ারীর পর বিগত ৯ বছরে এই প্রথমবারের মতো পার্সেল চার্জ বাড়ানো হল। প্রতিষ্ঠানটি ২০১১ সাল থেকে লোকসানের মধ্যে রয়েছে।

এছাড়া ১২ বছর পর বাড়তে যাচ্ছে রেজিস্টার্ড মেইলের চার্জও। আসছে ফেব্রুয়ারী থেকে রেজিস্টার্ড মেইল প্রেরণে ১০০০ উওনের পরিবর্তে দিতে হবে ১৩০০ উওন।