Search
Close this search box.
Search
Close this search box.

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি আহত

malaysia-accidentমালয়েশিয়ার কুয়ালালামপুরে সড়ক দুর্ঘটনায় ৭ জন বাংলাদেশি আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার সকাল সাড়ে ৮ টার দিকে কোতা দামানসারা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সংবাদ মাধ্যমে জানা গেছে, যাত্রী উঠানোর জন্য বাসটি স্টপেজে মোড় নেয়ার সময় একটি প্রাইভেটকার বাসকে অতিক্রম করতে চেষ্টা করে৷ এতে গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা যাত্রীদের ওপর উঠিয়ে দেয়। এতে ওই গাড়ির চালকসহ ৭ জন বাংলাদেশি আহত হন।

পেতালিং জায়া জেলা প্রধান কমিশনার মোহাম্মদ জানি চে দিন জানান, গুরুতর আহত চালক ও ৭ বাংলাদেশি নাগরিককে স্থানীয় সুঙ্গাই বুলোহ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে আহত বাংলাদেশিদের পরিচয় এখনও জানা যায়নি।