Search
Close this search box.
Search
Close this search box.

স্যামসাংয়ের মিডরেঞ্জের ফোনে আসছে স্ন্যাপড্রাগন ৮৪৫ চিপসেটের প্রসেসর

snapdragon-845সাশ্রয়ী দামের পোকো এফ ১ ফোনে ফ্ল্যাগশিপ প্রসেসর যুক্ত করে স্মার্টফোনের বাজারে হইচই ফেলে দিয়েছে শাওমি। বর্তমানে মিডরেঞ্জ বা সাশ্রয়ী দামের বাজারে চীনের এ প্রতিষ্ঠানটি বেশ এগিয়ে আছে। তবে এই বাজার দখলের যুদ্ধে হানা দিতে যাচ্ছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্ট স্যামসাং।

ধারণা করা হচ্ছে, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৪৫ চিপসেটের প্রসেসর যুক্ত ফোন বাজারে আনতে যাচ্ছে স্যামসাং। সম্প্রতি প্রযুক্তি বিষয়ক সংবাদ মাধ্যম গিজমো চায়নায় প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানা যায়।

chardike-ad

আগামী মাসের ১১ তারিখ স্যামসাং এক ইভেন্টের আয়োজন করেছে। অনুষ্ঠানের আমন্ত্রণপত্রের টিজারে বলা হয়েছে ‘৪এক্স ফান’। সেখানে স্যামসাংয়ের মিডরেঞ্জ ‘এ’ সিরিজের নতুন ডিভাইসের ঘোষণা আসতে পারে। ডিভাইসটির নাম হতে পারে ‘গ্যালাক্সি এ১০’। কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৪৫ চিপসেটে পাশাপাশি ডিভাইসটিতে থাকতে পারে ৬৪ গিগাবাইট ইন্টারনাল মেমোরি ও ফুল ভিউ ডিসপ্লে।

ইভেন্টের আমন্ত্রণ পত্রে উল্লেখ করা হয়েছে, স্যামসাংয়ের নতুন গ্যালাক্সি ডিভাইস আগের যেকোনো সময়ের চেয়ে আপনার অভিব্যক্তি প্রকাশের মাধ্যম প্রশস্ত করবে।