Search
Close this search box.
Search
Close this search box.
milk-cow
ফাইল ছবি

গরুকে ‘জাতির মা’ ঘোষণার প্রস্তাব করে বুধবার ভারতের উত্তরাখন্ড রাজ্যের বিধানসভায় একটি প্রস্তাব পাশ হয়েছে। রাষ্ট্রীয়ভাবে ঘোষণার জন্য প্রস্তাবটি কেন্দ্রীয় আইনসভায় পাঠানো হবে বলে জানিয়েছে এনডিটিভি অনলাইন।

প্রস্তাবটি বিধানসভায় উত্থাপন করেছিলেন রাজ্যের পশু সুরক্ষামন্ত্রী রেখা আরিয়া। বিরোধী দলের সমর্থন পাওয়ায় প্রস্তাবটি সর্বসম্মতিতে পাশ হয়েছে। রেখা আরিয়া তার প্রস্তাবের স্বপক্ষে বলেছেন, গরুই একমাত্র প্রাণী যে অক্সিজেন গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে। এছাড়া তিনি গো-মূত্রের চিকিৎসা গুণও বর্ণনা করেন।

chardike-ad

তিনি বলেন, ‘গরুকে মাতৃত্বে অবতার হিসেবে দেখা হয়। বৈজ্ঞানিকভাবে মায়ের দুধের পর নবজাতকের জন্য গরুর দুধ সর্বোত্তম বলে বিবেচনা করা হয়।’ তার দাবি, গরুকে জাতির মাতা হিসেবে ঘোষণা করা হলে এর সংরক্ষণ প্রচেষ্টা আরো শক্তিশালী হবে।